সঠিক উত্তর হচ্ছে: আদি-অস্ট্রেলীয়
ব্যাখ্যা: জে. হুটন (J. Hutton) ভারতীয় উপমহাদেশের জনসমষ্টিকে মোট আটটি ভাগে বিভক্ত করেছেন। এগুলো হলো:
১. নেগ্রিটো বা নিগ্রোবটু;
২. আদি-অস্ট্রেলীয়;
৩. আদি-মেডিটেরিয়ান;
৪. সভ্য-মেডিটেরিয়ান;
৫. আর্মানীয়;
৬. আলপাইন;
৭. বৈদিক-আর্য এবং
৮. মঙ্গোলীয়
ভারতীয় পন্ডিত রমাপ্রসাদ চন্দ মনে করেন যে, বাঙালিরা বৈদিক-আর্যভাষি জাতিসমূহ দ্বারা প্রভাবিত। বাঙালির ইতিহাস
গ্রন্থে (আদিপর্ব) নীহাররঞ্জন রায় উল্লেখ করেছেন, বাঙালির নৃগোষ্ঠী গঠনে আদি অস্ট্রেলীয় ও দ্রাবিড় প্রভাবের পাশাপাশি
আর্যপ্রভাবও রয়েছে।উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র (উন্মুক্ত) বই।