সঠিক উত্তর হচ্ছে: ২০১৫
ব্যাখ্যা: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের সুদূরপ্রসারী উদ্যোগের স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশগত প্রশংসা \'চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ\' পুরস্কার অর্জন করেন ২০১৫ সালে। উল্লেখ্য, শেখ হাসিনা অর্জিত আন্তর্জাতিক পদক ও পুরস্কারঃ সর্বশেষ (২৮ সেপ্টেম্বর, ২০১৯) জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর, ২০১৯ সালে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে \'ভ্যাকসিন হিরো\' পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই) ১৬ সেপ্টেম্বর, ২০১৯ সালে ড. কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড এ পি. জে আব্দুল কালাম এর স্মরণে) স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড -২০১৯ অর্জন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী নেতৃত্ব এবং রোহিঙ্গাদের আশ্রয়দানে দায়িত্বশীল নীতি ও তাঁর মানবিকতার জন্য প্রধানমন্ত্রী আইপিএস ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০১৮ স্পেশাল ডিসটিংশন অ্যাওয়ার্ড ফর লিডারশীপ গ্রহণ করেন।