ব্যাখ্যা: তিনবার বাম- দুইবার ডান = একবার বাম। যদি কেউ একবার বামদিকে ফিরে পশ্চিম পায়, অর্থাৎ বামে ঘুরার আগে মুখ ছিল উত্তর দিকে। কেননা, আমরা জানি,উত্তর দিকে মুখ ফিরে দাঁড়ালে হাতের বামে পশ্চিম এবং ডানে পূর্ব থাকে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।