সঠিক উত্তর হচ্ছে: ক
ব্যাখ্যা: ধ্বনি সৃষ্টি হয় বাগযন্ত্রের সাহায্যে। গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাগযন্ত্র। উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে ৫ ভাগে ভাগ করা হয়। তন্মধ্যে, কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি একটি। কণ্ঠ ধ্বনি ৫টি। যথা: ক, খ, গ, ঘ, ঙ।\n\n