সঠিক উত্তর হচ্ছে: হরিসেন
ব্যাখ্যা: ভি. এ. স্মিত সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ান বলে উল্লেখ করেছেন। প্রথম চন্দ্রগুপ্ত ও লিচ্ছবি রাজকন্যা কুমারদেবীর পুত্র সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামেও পরিচিত। তার সভাকবি ছিলেন হরিসেন যিনি এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করেছেন।