সঠিক উত্তর হচ্ছে: ১
ব্যাখ্যা: ঘড়ির মিনিটের কাটা ১২ টায় আসলে একটি নতুন ঘন্টা শুরু হয়। সেই হিসেবে ১১ টা অতিক্রম করে ১২ টায় আসলে ১১ টা বাজে। এখন ১১ টার পর মিনিটের কাটা যখন আবার ১২ টায় আসে তখন ১২ টা বাজে। তাহলে ১১ টার পর একবার ১২ টায় মিনিটের কাঁটা আসল ও ঘন্টার কাঁটার অতিক্রম করে যাবে। পুনরায় যখন ১২ টায় আসে ততক্ষণে ১ টা বেজে যায় তখন ঘন্টার কাঁটা ১ টার উপর থাকে বলে মিলিত হওয়ার আগেই ১ টা বেজে যায়।