সঠিক উত্তর হচ্ছে: ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা: মন্ট্রিয়ল চুক্তি বা মন্ট্রিয়ল প্রটোকল মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি। ওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। আর ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস পালিত হয়\n[তথ্যসূত্রঃ সংশ্লিষ্ট সংস্থা]