সঠিক উত্তর হচ্ছে: পাট ও পাটজাত পণ্য
ব্যাখ্যা: গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে
প্রথম – তৈরি পোশাক (২৭.৯৫ বি. ডলার)
দ্বিতীয় - পণ্য পাট ও পাটজাত পণ্য (৮৮২.৩৫ মি. ডলার)
তৃতীয় - কৃষিপণ্য (৮৬২.০৬ মি. ডলার)।
চতুর্থ – চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকা (৭৯৭.৬ মি. ডলার)।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)