ভ্রূণের বিকাশের সময় অস্বাভাবিক মাত্রার যৌন হরমোন হিজড়া জন্ম দেওয়ার প্রধান কারণ বলে মনে করা হয়।অণ্ডকোষ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন এন্ড্রোজেন এবং ডিম্ব কোষ থেকে নিঃসৃত হয় এস্ট্রোজেন। ভ্রূণের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে কোনো অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হলে XXY অথবা XYY সৃষ্টির ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয়।
একটি শিশু যখন অস্পষ্ট যৌনাঙ্গে জন্মগ্রহণ করে, তখন লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে ৩টি পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলিতে
১) শারীরিক পরীক্ষা,
২) ক্রোমোজোমগুলি বিশ্লেষণের জন্য একটি রক্ত পরীক্ষা এবং
৩) হরমোনীয় লেভেল পরীক্ষা জড়িত
পরীক্ষাগুলির ফলাফল থেকে শিশুর লিঙ্গ নির্ধারণ করা যায়।
কোনো সমস্যা থাকলে তা সংশোধন করার প্রক্রিয়াটি শল্য (সার্জারি) চিকিৎসা কিংবা কৃত্রিম হরমোন থেরাপি দেওয়া হয়, আবার প্রয়োজনে উভয় প্রক্রিয়াইতেই চিকিৎসা করা হয়।
তথ্যসূত্র- whyorwhen