সঠিক উত্তর হচ্ছে: পানি
ব্যাখ্যা: বাংলা শব্দভাণ্ডার হল বাংলা ভাষার শব্দভাণ্ডার যার মূল এবং আদি উৎস পালি এবং প্রাকৃত ভাষা। বাংলা ভাষায় পরবর্তীকালে ফার্সি, আরবি, সংস্কৃত এবং বিভিন্ন ভাষা থেকে শব্দ এসেছে।\nযেমনঃ\nআরবিঃ অজুহাত, অন্দর, আক্কেল, আজব, আতর, আদব-কায়দা, আদালত।\nপর্তুগিজঃ আতা, আচার, আনারস, আলকাতরা, আলপিন, আলমারি, ইস্পাত, কাবাব, কামরা, গুদাম, চাবি, টুপি।\nবার্মিজঃ লুঙ্গি, ফুঙ্গি\nফরাসিঃ কার্তুজ, কুপন, ক্যাফে, বুর্জোয়া, রেস্তোরাঁ ইত্যাদি।\nফারসিঃ আইন, আওয়াজ, আঙুর, আচার, আজাদ, আতশবাজি, আদমশুমারি, আন্দাজ।\nচীনাঃ চা, চিনি, এলাচি\nহিন্দিঃ পানি, মিঠাই, ধোলাই, সমঝোতা, লাগাতার, খানাপিনা, কাহিনী ইত্যাদি\n[তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, ড. হায়াৎ মামুদ]