সঠিক উত্তর হচ্ছে: নাম ও ক্রিয়া
ব্যাখ্যা: পদ প্রধানত পাঁচ প্রকার।\n\nপদ হচ্ছে একটি ভাষার ভাষাগত বিভাগ যা সেই ভাষার বাক্যের নির্মাণ পদ্ধতি এবং শব্দের সনাক্তকরণ, বিশ্লেষণ, এবং অন্যান্য ভাষাগত গঠনের বর্ণনা করে।\n\nবাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার হলেও সাধারণ ভাবে পদ ৫ প্রকার। কিন্তু প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে পদ ৮ প্রকার। পদ মুলত ২ প্রকার: ১.সব্যয় পদ ও ২.অব্যয় পদ সব্যয় পদ আবার চার প্রকার: ২.বিশেষ্য ২.বিশেষণ ৩.সর্বনাম ও ৪.ক্রিয়া। অতএব পদ মুলত ৫ প্রকার। যথা: ১.বিশেষ্য ২.বিশেষণ ৩.সর্বনাম ৪.ক্রিয়া ও ৫.অব্যয়।