ব্যাখ্যা: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে ঘোষ ধ্বনি বলে। আবার যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়, তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। সুতরাং \'ঘ\' একটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।