সঠিক উত্তর হচ্ছে: দোলনা
ব্যাখ্যা: √দুল + অনা = দোলনা; √রক্ষ্ + অনীয় = রক্ষনীয়; √শ্রব্ + অনীয় = শ্রবণীয় - এগুলো কৃৎ প্রত্যয়যোগে গঠিত। অন্যদিকে, সুভগ+ষ্ণ্য > অ = সৌভাগ্য, নীল+ইমন > ইমা = নীলিমা, শীত + ল = শীতল, বন্ধু + ত্ব = বন্ধুত্ব এবং বাচ্ + মিন = বাগ্মী - এগুলো \'তদ্ধিত প্রত্যয়যোগে\' গঠিত শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী