সঠিক উত্তর হচ্ছে: ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যর অন্ধকার যুগের ১৫০ বছরে কোন সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। এই সময়ে দুইটা সাহিত্যকর্ম মাত্র পাওয়া যায়। সেগুলো হল-- রামাই পণ্ডিতের \'শূন্যপুরাণ\' আর হলায়ুধ মিশ্রের \'সেক শুভোদয়া\'। \'শূন্যপুরাণ\' ধর্মীয় তত্ত্বের গ্রন্থ।