সঠিক উত্তর হচ্ছে: শ্রীকৃষ্ণকীর্তন\n
ব্যাখ্যা: বড়ু চন্ডীদাস রচিত বাংলা ভাষায় কোন লেখকের প্রথম একক গ্রন্থ এটি। চণ্ডীদাস (১৩৭০-১৪৩০),মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য-পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।\nরেফারেন্সঃ সৌমিত্র শেখর