সঠিক উত্তর হচ্ছে: ১৯৯২ সালে
ব্যাখ্যা: চুক্তি অনুসারে, জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমিগুলো জলচর পাখিদের জন্য সংরক্ষণ, এগুলোর পরিবেশগত, অর্থনৈতিক ও বিনোদনমূলক গুরুত্ব তুলে ধরে, স্থানগুলোকে রামসার এলাকা হিসেবে ঘোষণা করা হয়। \n১৯৯২ সালে সুন্দরবন ও ২০০০ সালে টাঙ্গুয়ার হাওড় রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।