সঠিক উত্তর হচ্ছে: বিচ্ছুরণ
ব্যাখ্যা: সাদা বর্ণের যৌগিক আলোর বর্ণালীর ৭ টি রঙে (বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা, লাল) বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে আলোর বিচ্ছুরণ বলে। বিজ্ঞানী স্যার আইজাক নিউটন সর্বপ্রথম এটি আবিষ্কার করে। তিনি প্রমাণ করেন যে সাদা আলো যৌগিক এবং তা প্রিজম এর মধ্য দিয়ে যাওয়ার সময় ৭ টি বর্ণে বিভক্ত হয়।