সঠিক উত্তর হচ্ছে: আহসান হাবীব
ব্যাখ্যা: \'মেঘ বলে চৈত্রে যাব\' কাব্যগ্রন্থের কবি-\nআহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রাত্রিশেষ, ছায়াহরিণ, সারাদুপুর, মেঘ বলে চৈত্রে যাবো, আশায় বসতি, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]