সঠিক উত্তর হচ্ছে: ১৯১০
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় ১৯১০ সালে। গীতাঞ্জলি অবলম্বনে রচিত গ্রন্থ Song Offerings প্রকাশিত হয় ১৯১২ সালে। Song Offerings এর ভূমিকা লেখেন কবি W B Yeats। Song Offerings গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]