সঠিক উত্তর হচ্ছে: কাব্যগ্রন্থ
ব্যাখ্যা: \'কড়ি ও কোমল\' (১৮৮৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- কবিকাহিনী, বনফুল, ভগ্নহৃদয়, সন্ধ্যাসঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, মানসী, সোনার তরী, নৈবেদ্য, গীতাঞ্জলী, বলাকা, পূরবী ইত্যাদি। উৎস: Hello BCS লেকচার।