সঠিক উত্তর হচ্ছে: বিকিরণ (Radiation)
ব্যাখ্যা: পরিবহন ও পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোন জর মাধ্যমের প্রয়োজন হয় না। পৃথিবী ও সূর্যের মধ্যে কয়েক শ কিলোমিটার বায়ুমণ্ডল ব্যতীত আর কোন জড় নেই। সূর্য থেকে তাপ তরিত চুম্বক তরঙ্গ আকারে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে।