নিচের অপশন গুলা দেখুন
- ব্যাতিহার বহুব্রীহি
- অলুক বহুব্রীহি
- ব্যাধিকরণ বহুব্রীহি
- নঞ্ বহুব্রীহি
কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।
যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ কোনটিই বিশেষণ নয়, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
ছা - পোষা, পাতা - চাটা, পাতাছেঁড়া, ধামাধরা, কথাসর্বস্ব, পা - চাটা, বোঁটাখোসা ইত্যাদি হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের আরো কয়েকটি উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী