সঠিক উত্তর হচ্ছে: বাংলাদেশ
ব্যাখ্যা: নদীর মোহনায় কর্দম, পলি ও বালির সঞ্চয়ন, যার আকৃতি মাত্রাহীন ‘ব’ অক্ষরের মতো, তাকে বদ্বীপ (Delta) বলে। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। বাংলাদেশের অধিকাংশ ভূখন্ড এবং ভারতের পশ্চিম বঙ্গের কিছু ভূখন্ডে বিস্তৃত বঙ্গীয় বদ্বীপ ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে অবস্থিত। পুরাতন এবং নবীন বদ্বীপীয় সমভূমিসমূহ বাংলাদেশের ৬৫ ভাগ ভূখন্ড জুড়ে রয়েছে এবং অবশিষ্ট ৩৫ ভাগ ভূখন্ড প্লাবন সমভূমি এবং পাহাড়ি ভূমি দ্বারা গঠিত। বঙ্গীয় বদ্বীপ পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চলসমূহের মধ্যে একটি। গঙ্গা এবং পদ্মা নদীর প্রবাহ বরাবর দক্ষিণে ফেনী নদীর নিম্ন প্রবাহ পর্যন্ত একটি রেখা অঙ্কন করলে দক্ষিণপূর্বে যে ভূপ্রকৃতি অবশিষ্ট থাকে তাকে গঙ্গা-ব্রহ্মপুত্র (যমুনা)-মেঘনা বদ্বীপ বলে আখ্যায়িত করা হয়। উৎস: বাংলাপিডিয়া।