সঠিক উত্তর হচ্ছে: তালা চাবি
ব্যাখ্যা: যুগ্মরীতিতে দ্বিরুক্ত শব্দের গঠন :
\nএকই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি । যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের কয়েকটি নিয়ম রয়েছে । যেমন :-
\n ১) শব্দের আদি স্বরের পরিবর্তন করে : চুপচাপ, মিটমাট, জারিজুরি,
\n ২) শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করে : মারামারি, হাতাহাতি, সরাসরি, জেদাজেদি ।
\n ৩) দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন : ছটফট, নিশপিশ, ভাতটাত ।
\n ৪) সমার্থক বা একার্থক সহচর শব্দ যোগে : চালচলন, রীতিনীতি , বনজঙ্গল , ভয়ডর ।
\n ৫) ভিন্নার্থক শব্দ যোগে :ডালভাত ,তালা চাবি, পথঘাট, অলিগলি ।
\n৬) বিপরীতার্থক শব্দ যোগে : ছোট-বড় , আসা-যাওয়া ,জম্ম-মৃত্যু , আদান-প্রদান ।