সঠিক উত্তর হচ্ছে: চতুরঙ্গ
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস হলো \'চতুরঙ্গ\' (১৯১৬)। উল্লেখ্য, \'পঞ্চগ্রাম\' (১৯৪৩) উপন্যাসটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। \'চার ইয়ারী কথা\' (১৯১৬) গল্পগ্রন্থটি লিখেছেন প্রমথ চৌধুরী। আর \'চতুষ্কোণ\'(১৯৪২) উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়।