সঠিক উত্তর হচ্ছে: রাজা প্রতাপাদিত্য চরিত্র
ব্যাখ্যা: \'কেরি সাহেবের মুন্সি\' হিসেবে খ্যাত রামরাম বসু কর্তৃক রচিত \'রাজা প্রতাপাদিত্য চরিত্র\' বাংলা গদ্যে প্রথম জীবনচরিত এবং বাঙালির লেখা বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। এছাড়া উইলিয়াম কেরি রচিত \'কথোপকথন\' বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ।