সঠিক উত্তর হচ্ছে: জল্ধি
ব্যাখ্যা: ‘জল’ শব্দের সমার্থক শব্দ সলিল, উদক, নীর, বারি, পয়ঃ, অম্বু, অপ, অম্ভ, তোয়, অর্ণ। সমুদ্রের প্রতিশব্দ জলধি, বারিধি, অর্ণব, পারাপার, রত্নাকর, জলনিধি,নীলাম্বু, অম্বুধি, সরোধি, পাথার, উদধি ও বারীন্দ্র। [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি,২য় খণ্ড]