প্রবল ঝড়ের উধর্বগতি দ্বারা (ঘন্টায় ৪০-৮০ কি. মি.) অনেক সময় বৃষ্টির জলবিন্দু অনেক উধের্ব অতি শীতল স্থানে (উষ্ণতা ২০` সে.) নীত হয় এবং সেখানে অধিক শৈত জমাট বেঁধে যায়। বায়ুর বেগ কমলে পৃথিবীর অভিকর্ষের টানে ঐগুলি ভূ-পৃষ্ঠের দিকে নেমে আসতে থাকে। ভূ-পৃষ্ঠে পতিত হলে তখন তাকে শিলাবৃষ্টি বলে।