সঠিক উত্তর হচ্ছে: কৌটিল্য
ব্যাখ্যা: চাণক্যকে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও অভিহিত করা হয়। \'কূটিলা গোত্র\' থেকে উদ্ভুত ছিলেন বলে পরবর্তীতে গোত্র নামটিকে টিকিয়ে রাখার সদিচ্ছা থেকে \'কৌটিল্য\' ছদ্মনাম ধারণ করে প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞান গ্রন্থ \'অর্থশাস্ত্র\' লিপিবদ্ধ করেন বলে জানা যায়। চাণক্যকেই ভারতের প্রথম অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী মনে করা হয়।