সঠিক উত্তর হচ্ছে: অন্বেষণ
ব্যাখ্যা: পতঞ্জলি= পতৎ+ অঞ্জলি। এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এছাড়াও কতকগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো - আশ্চর্য, বৃহস্পতি, মনীষা, গোষ্পদ, তস্কর, ষোড়শ, বনস্পতি, পরস্পর, একাদশ, পতঞ্জলি ( ষড়ানন=ষট+আনন, পরিষ্কার=পরি+কার, সংস্কার= সম্ +কার) ইত্যাদি। অন্বেষণ = অনু + এষণ (ইহা স্বরসন্ধির উদাহরণ)\n[তথ্যসুত্রঃ বাংলা ভাষার ব্যকরণ - নবম দশম শ্রেনী - পৃষ্ঠা নং ৩২]