সঠিক উত্তর হচ্ছে: ১৯৫০ সালে
ব্যাখ্যা: জমিদার প্রথা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে প্রবর্তিত এক প্রকার ভূমি ব্যবস্থা। এর অধীনে অধিকাংশ এলাকাকে জমিদারিতে ভাগ করে বাৎসরিক খাজনা প্রদানকারী ভূস্বামীদের হাতে ছেড়ে দেয়া হয়। এসব ভূস্বামীরা জমিদার নামে পরিচিত ছিল। জমিদারেরা তাদের প্রজাদের কাছ থেকে ইচ্ছা মত কর আদায় করতে পারতো।\n\nভারত বিভাগের পর ১৯৫০ সাল ও নিকটবর্তী বছরগুলিতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এই প্রথা রদ করা হয়।