সঠিক উত্তর হচ্ছে: ক্যারিবিয়ান সাগর
ব্যাখ্যা: ক্যারিবীয় সাগর পশ্চিম গোলার্ধের মেরু ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র বা সাগর। এটি দক্ষিণ আমেরিকার লেসার এন্টিলস দ্বারা পূর্ব, বৃহত্তর এন্টিলস দ্বারা উত্তর, পশ্চিম ও দক্ষিণপশ্চিম মেক্সিকো ও মধ্য আমেরিকা দ্বারা পরিবেষ্টিত। এটি পৃথীবির গভীরতম সাগর