সঠিক উত্তর হচ্ছে: বিয়োজক
ব্যাখ্যা: বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোন পরিবর্তন ঘটে না, তাকে অব্যয় পদ বলে।
বিয়োজক অব্যয়গুলো হলো— কিংবা, কিন্তু, বা, অথবা, নতুবা, কি…কি, না–হয়, নয়তো।
\'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন\'–এখানে \'কিংবা\' বিয়োজক অব্যয়৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ