সঠিক উত্তর হচ্ছে: গ
ব্যাখ্যা: অল্পপ্রাণ ধ্বনি : কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না। এরূপ ধ্বনিকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি / Unaspirated। যেমন : ক, গ ইত্যাদি।বর্গের প্রথম ও তৃতীয় ধ্বণি অল্পপ্রাণ ধ্বনি। \nমহাপ্রাণ ধ্বনি : কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়। এরূপ ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি / Unaspirated যেমন : খ, ঘ ইত্যাদি।বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বণি মহাপ্রাণ ধ্বনি।\n\n[তথ্যসূত্রঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ]