সঠিক উত্তর হচ্ছে: ধূমকেতু
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের \'ধূমকেতু\' পত্রিকাকে আশীর্বাদ করে দু\'লাইনের একটি অভিনন্দন বাণী প্রেরণ করেছিলেন- \'আয় চলে আয়রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু/ দুর্দিনের এই দুর্গশিরে/ উড়িয়ে দে তোর বিজয় কেতন।\' উৎস: শীকর, বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।