সঠিক উত্তর হচ্ছে: জাপান
ব্যাখ্যা: জাপানে প্রতি বছরের ৩ মে হলো সংবিধান দিবস। ১৯৪৭ সালের ৩ মে জাপানের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই সংবিধানের নয় নং বিষয় হলো জাপানের জনগণের ন্যায় ও শৃঙ্খলার ভিত্তিতে আন্তর্জাতিক শান্তি বাস্তবায়নের সমর্থন করা। তাই জাপানের সংবিধানকে \'শান্তি সংবিধান\'ও বলা হয়। প্রতি বছরের সংবিধান দিবসে জাপানে \'শান্তি\' নামে বিভিন্ন স্মরণীয় অনুষ্ঠান আয়োজিত হয়।