সঠিক উত্তর হচ্ছে: সংস্কৃত
ব্যাখ্যা: ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলা হয়। অর্থাৎ, ক্রিয়াপদের অবিভাজ্য অংশই ধাতু। ক্রিয়াপদকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়। যথা-\nধাতু বা ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি। \nবাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে। যেমন – কৃ, ধৃ, স্থা, গঠ্, পঠ্ ইত্যাদি।\nপাঠক শব্দটি সংস্কৃত ধাতু হতে এসেছে।\nপঠ্ + অক = পাঠক\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]