সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা: \"রায় নন্দিনী \" - গ্রন্থের লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ছিলেন একজন বাঙালী লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের মধ্যে একজন। \"রায় নন্দিনী\" (১৯১৫) তার রচিত একটি উপন্যাস। তার উপন্যাস সমূহ বাংলা একাডেমী হতে প্রকাশিত হয়েছে।