নিচের অপশন গুলা দেখুন
- আকবরনামা
- আইন-ই-আকবরী
- প্রাচীন বেদ
- ঐতরেয় আরণ্যক
বঙ্গ - একটি প্রাচীন জনপদ। \'ঐতরেয় আরণ্যক\' গ্রন্থে একটি উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়।
মহাভারত, রামায়ণ ও হরিবংশেও রয়েছে বঙ্গ প্রসঙ্গ। মহাভারতের আদি অন্যান্য জনপদের সাথে উচ্চারিত হয়েছে বঙ্গের নাম। মহাকবি কালীদাসের রঘুবংশ কাব্যে আছে বঙ্গের অবস্থান ও সীমানা সম্পর্কিত কিছু তথ্য।
উল্লেখ্য, দেশবাচক শব্দ হিসাবে \'বঙ্গ\' বা \'বাঙ্গাল\' শব্দটি প্রথম পাওয়া যায় - আবুল ফজল রচিত \'আইন-ই-আকবরী\' গ্রন্থে।
উৎসঃ নবম - দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)