সঠিক উত্তর হচ্ছে: বাংলাদেশের কর্মবিভাগ
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নবম ভাগে ১৩৩ নং থেকে ১৪১ নং অনুচ্ছেদে বাংলাদেশের কর্মবিভাগ বর্ণিত হয়েছে। এর ১ম পরিচ্ছেদে ১৩৩ নং থেকে ১৩৬ নং অনুচ্ছেদ কর্মবিভাগ এবং ২য় পরিচ্ছেদে ১৩৭ নং থেকে ১৪১ নং অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন সম্পর্কে বলা হয়েছে। নবম ক ভাগে জরুরি বিধানবলী, সপ্তম ভাগে নির্বাচন এবং অষ্টম ভাগে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে বলা হয়েছে। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)