সঠিক উত্তর হচ্ছে: ১৯৫৩ সালে
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশের মোট কাগজ কলের সংখ্যা : ৭টি।\nমূলত ১৯৪৭ সালে দেশভাগের পর এদেশে রাষ্ট্রীয় উদ্যোগে কাগজ শিল্পের বিকাশ ঘটে। স্বাধীনতার আগে বাংলাদেশে কাগজ কলের সংখ্যা ছিল সর্বসাকুল্যে দুটি আর তা ছিল সরকার পরিচালিত। ১৯৫৩ সালে স্থাপিত কর্ণফুলী পেপার মিল ও খুলনা মিল থেকে সারা দেশে কাগজের চাহিদা মেটানো যেত। কালক্রমে কাগজের চাহিদা বৃদ্ধি পায়।\n[তথ্যসূত্রঃ দৈনিক সমকাল পত্রিকা]