সঠিক উত্তর হচ্ছে: বৃহৎ সহায়ক স্মৃতি
ব্যাখ্যা: প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যঃ ১) বায়ুশূন্য টিউব বা ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার, ২) পাঞ্ছকার্ডের সাহায্যে ইনপুট-আউটপুট প্রদান, ৩) চালনার সময় উচ্চশব্দ তৈরি হওয়া, ৪) প্রচন্ড উত্তাপ সৃষ্টি হওয়া, ৫) প্রোগ্রাম রচনায় সংকেতের ব্যবহার। প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণঃ ENIAC, EDSAC, UNIVAC-1, MARK-1