সঠিক উত্তর হচ্ছে: বিদ্যাপতি
ব্যাখ্যা: কবি গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলীর একজন বিখ্যাত পদকর্তা। ষোড়শ শতাব্দীর শেষার্ধে তার কবি প্রতিভার বিকাশ ঘটে। মুর্শিদাবাদ জেলায় (আনুমানিক ১৫৩৫ খ্রিস্টাব্দে) তার জন্ম। গোবিন্দ দাসকে শ্রী জীব গোস্বামী \'কবিরাজ\' উপাধি দেন। গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন।