সঠিক উত্তর হচ্ছে: প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও সবুজপত্র (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম \'বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ: চার ইয়ারি কথা\' আহুতি (গল্পগ্রন্থ) : তেল -নুন-লকড়ি, বীরবলের হালখাতা , নানাকথা, রায়তের কথা (প্রবন্ধগ্রন্থ) । অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম \'নীললোহিত \' ও \'সনাতন পাঠক\'।