সঠিক উত্তর হচ্ছে: ১৮৮৫ সালে
ব্যাখ্যা: ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় রাজনৈতিক দল। এই দল সাধারণভাবে কংগ্রেস নামে পরিচিত। কংগ্রেস দেশের বৃহত্তম রাজনৈতিক দলদুটির একটি (অপর দলটি হল ভারতীয় জনতা পার্টি)। এটি একটি ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন।১৮৮৫ সালে থিওজোফিক্যাল সোসাইটির কিছু \"অকাল্ট\" সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন।