সঠিক উত্তর হচ্ছে: RTGS
ব্যাখ্যা: বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস → LAN Card বা Network Interface Card (NIC): LAN কানেকশনের জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে LAN Card বলে। → Modem: Modem শব্দটি Modulator এবং DEModulator শব্দদ্বয়ের সংক্ষিপ্ত রূপ। মডেম যন্ত্রটি টেলিফোন লাইন এবং কম্পিউটারের মাঝখানে অবস্থান করে। → Repeater: নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে ক্যাবলের ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। এ কারণে প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে অধিক দূরত্বে প্রেরণের জন্য রিপিটার ব্যবহার করা হয়। → Switch: সুইচ ও হাব স্টার টপোলজিতে কেন্দ্রীয় কানেকটিভিটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সুইচ এবং হাব এর কাজ প্রায় একই। → Bridge: একই ধরনের নেটওয়ার্ক সংযোগের জন্য ব্যবহৃত অপেক্ষাকৃত সরল মধ্যবর্তী ব্যবস্থাকে ব্রিজ (Bridge) বলে। → গেটওয়ে (Gateway): রাউটার একই প্রোটোকলবিশিষ্ট বিভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকলবিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। → Hub: হাবের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে। → Router: রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়। ছোট ছোট নেটওয়ার্ককে রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়। ব্রডব্যান্ড সংযোগের জন্য রাউটার ব্যবহার করা হয়।