সঠিক উত্তর হচ্ছে: মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা: ∎কাজী নজরুলের উপন্যাস:\nবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু কবিতাই নয় -গল্প উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনায় ও ছিলেন সিদ্ধহস্ত। তার রচিত ৩ টি উপন্যাস হলো - \'বাঁধনহারা \' (১৯২৭) , \'মৃত্যুক্ষুধা \' (১৯৩০) এবং \'কুহেলিকা\' (১৯৩১), । প্রশ্নে উল্লিখিত \'আলোয়া\' (১৯৩১) , \'ঝিলিমিলি\' (১৯৩০) ও \'মধুমালা\' (১৯৫৯) তার রচিত নাটক।