সঠিক উত্তর হচ্ছে: চন্ডীমঙ্গল
ব্যাখ্যা: কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী \'চন্ডীমঙ্গল কাব্য\' -এর শ্রেষ্ঠ কবি।
- মুকুন্দরাম চন্ডীমঙ্গল কাব্যটি জমিদার রঘুনাথের অনুরোধে লিখেন।
- চন্ডীমঙ্গলের কাহিনী ২টি।
যথা - কালকেতু ও ফুল্লরার কাহিনী এবং ধনপতি - লহনা - খুলনার কাহিনী।
- চন্ডীমঙ্গল কাব্যের প্রথম অংশের চরিত্রঃ
কালকেতু, ফুল্লরা, কলিঙ্গের রাজা, মুরারি শীল, ভাঁড়ুদত্ত।
উৎসঃ লাল নীল দীপাবলি।