সঠিক উত্তর হচ্ছে: সমার্থে
ব্যাখ্যা: সমার্থক দ্বন্দ্ব : দ্বন্দ্ব সমাসের দুই পদ সমার্থক হলে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন : রাজা-বাদশা, কাগজ ও পত্র = কাগজ-পত্র, কাজ ও কর্ম = কাজ-কর্ম, জন ও মানব = জন-মানব, ধন ও দৌলত = ধন-দৌলত ইত্যাদি।\nহাট - বাজার সমার্থক শব্দ যোগে গঠিত সমাস।\n\nমা - বাবা মিলনার্থক শব্দযোগে গঠিত সমাস।\n\nদা - কুমড়া বিরোধার্থক শব্দযোগে গঠিত সমাস।