সঠিক উত্তর হচ্ছে: হুতোম পেঁচা
ব্যাখ্যা: হুতোমী গদ্যের লেখক কালীপ্রসন্ন সিংহ। তার রচিত \'হুতোম পেঁচার নকশা\' গ্রন্থে এক বিশেষ ভাষার ব্যবহার পরিলক্ষিত হয় । হুতোম পেঁচা ছিল তার ছদ্মনাম । সে জন্য তার ব্যবহৃত ভাষাকে হুতোমী বাংলা বলা হয়।\n\n[তথ্যসুত্র- বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা \'সৌমিত্র শেখর]